ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

‘মেকআপ’ সিনেমা নিষিদ্ধ!

এক সুপারস্টারের জীবনের গল্প নিয়ে নির্মিত সিনেমা ‘মেকআপ’। অনন্য মামুন পরিচালিত সিনেমাটি নিষিদ্ধ করেছে বাংলাদেশ সেন্সর বোর্ড।


সম্প্রতি সেন্সর বোর্ডে সিনেমাটি প্রদর্শন হয়। এরপর মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) এটি নিষিদ্ধ করেন সেন্সর বোর্ডের সদস্যরা। এর সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র তথ্যটি জানিয়েছে।


‘মেকআপ’ সিনেমাটি নিষিদ্ধে কারণ প্রসঙ্গে সেন্সর বোর্ডের সদস্য খোরশেদ আলম খসরু জানান, এই সিনেমায় চলচ্চিত্রের মানুষকে বাজেভাবে উপস্থাপন করা হয়েছে। তিনি বলেন, ‘চলচ্চিত্রের মানুষ মানেই খারাপ এটা ভাবা অন্যায়। আমরা চাই না সারা দেশের মানুষ সিনেমাটি দেখে ভুল কোনো ধারণা তৈরি করুক। তাই সিনেমাটি নিষিদ্ধ করা হয়েছে।’


যদিও এ বিষয়ে এখনো কোনো লিখিত নোটিশ পাননি বলে জানিয়েছেন নির্মাতা অনন্য মামুন।


‘মেকআপ’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা তারিক আনাম খান। এছাড়া আছেন রোশান ও নবাগত রিয়েলী। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাইফ চন্দন, কাজী উজ্জ্বল, কলকাতার পায়েল মুখার্জি, বিশ্বনাথ মুখার্জি প্রমুখ।


সিনেমাটিতে মোট গান রয়েছে ৪টি। গানগুলোর শিল্পী-ইমরান মাহমুদুল, ন্যানসি, সিথী সাহা। গান লিখেছেন জাহিদ আকবর, স্যাভি, লিংকন ও অনন্য মামুন। সংগীতপরিচালনা করছেন নাভেদ পারভেজ, কলকাতার স্যাভি ও লিংকন।

ads

Our Facebook Page